তিন গোলে পিছিয়ে পড়েও স্বস্তির ড্র চেলসির

দুই মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরে আসা ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের দূর্ভাগ্য। ২৭ মিনিটের মধ্যে ৩ গোল দিয়েও জয় পাওয়া হয়নি তাদের। দ্বিতীয়ার্ধে চেলসির দুর্দান্ত পারফরমেন্সে জয়বঞ্চিত ব্রমউইচ। শনিবার রাতে দুই দলের ম্যাচটি ৩-৩ ড্র হয়। আগের দুই লীগ ম্যাচেই হেরেছিল ব্রমউইচ। চেলসিও হারে লিভারপুলের কাছে। চতুর্থ মিনিটেই ব্রমউইচকে এগিয়ে দেন ক্যালাম রবিনসন। ২৫তম মিনিটে পিএসজি থেকে চেলসিতে আসা ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভার ভুলে গোল হজম করে চেলসি। সতীর্থের ব্যাক পাস নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ সিলভা। সেখান থেকে ব্যবধান বাড়ান রবিনসন। দুই মিনিট পর কাইল বার্টলের গোলে ৩-০তে এগিয়ে যায় ব্রমউইচ। চেলসির ঘুরে দাঁড়ানোর শুরু দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া ম্যাসন মাউন্টের শটে ব্যবধান কমায় চেলসি। ৭০তম মিনিটে ক্যালম হাডসন-ওডোইয়ের গোলে ব্যবধান আরো কমায় চেলসি। ৯০ মিনিটে ট্যামি আব্রাহাম গোল করে স্বস্তি ফেরান চেলসি শিবিরে।