ম্যান ইউনাইটেডে আসছেন কাভানি

ইংলিশ ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের বাকি নেই ৪৮ ঘন্টাও। ৫ই অক্টোবরের মধ্যে ক্লাব গুলোকে শেষ করতে হবে দলবদল প্রক্রিয়া। ম্যানচেস্টার ইউনাইটেড এতদিন দলবদলে নীরব থাকলেও শেষ সময়ে দৌড়ঝাঁপ শুরু করেছে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে জাডোন সানচোকে এখনো নিয়ে আসতে পারেনি তারা। তবে বিকল্প হিসেবে রেড ডেভিলরা এডিনসন কাভানিকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। গত আগস্টে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর থেকে ফ্রি এজেন্ট কাভানি। ৩৩ বছর বয়সী এই উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে ম্যানইউ। পিএসজির জার্সিতে সাত মৌসুমে রেকর্ড ২০০ গোল করা কাভানিকে দলে ভেড়াতে কোন খরচ না হলেও বেতন ও এজেন্ট ফি হিসেবে গুণতে হবে বড় অঙ্কের অর্থ। ফরাসি জায়ান্টদের হয়ে ১৯ শিরোপা জেতা কাভানিকে সাপ্তাহিক দুই লাখ পাউন্ড দিতে হবে ইউনাইটেডের। বিবিসি জানিয়েছে, রেড ডেভিলরা তিনটি বিশ্বকাপ খেলা উরুগুইয়ান স্ট্রাইকারকে অভিজ্ঞতার জন্যই মোটা অঙ্কের বেতন দিতে রাজি। পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক কাভানি সফল জাতীয় দলের জার্সিতেও। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১৬ ম্যাচে করেছেন ৫০ গোল। কাভানিকে দলে ভেড়ানোর খুব কাছে গিয়েও এজেন্ট ফি ১০ মিলিয়ন ইউরোর জন্য পিছিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। একই কারণে কাভানিকে দলে ভেড়ায়নি পর্তুগিজ ক্লাব বেনফিকা। বরুশিয়া ডর্টমুন্ডের সম্ভাবনাময় ইংলিশ উইঙ্গার জাডোন সানচোকে দলে ভেড়ানোর আশা এখনো ছেড়ে দেয়নি ইউনাইটেড। জার্মান ক্লাবটি ১২০ মিলিয়ন ইউরোর কমে ছাড়তে রাজি নয় ২০ বছর বয়সী ইংলিশ তারকাকে। ইউনাইটেড ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও রাজি হয়নি বরুশিয়া ডর্টমুন্ড।