ধ্বংস করা হলো বিচারাধীন ২১ মামলার আলামত!

সিলেটে বিভিন্ন আদালতে বিচারাধীন ২১টি মামলার আলামত সংরক্ষণ করে অবশিষ্ট আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১টায় সিলেট জেলা প্রশাসক চত্তরের পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে এসব আলামত ধ্বংস করা হয়। জানা গেছে, আদালতে বিচারাধীন ১৬টি মাদকদ্রব্য সংক্রান্ত ও ৫টি বিশেষ ক্ষমতা আইনসহ মোট ২১টি মামলার অবশিষ্ট আলামত ধ্বংস করা হয়। এর পূর্বে আদলত থেকে অনুমতি নেয় পুলিশ। বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসক চত্তরের পরিত্যক্ত বিল্ডিংয়ের উত্তর পাশে এসব আলামত ভেঙ্গে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ সাইফুর রহমান, এসএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ বাচা মিয়া, কোর্ট পুলিশ পরিদর্শনক মোঃ আতিকুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আবুল হাশেম, কোর্ট সিএসআই মোঃ আইয়ুব আলীসহ কোর্ট মালখানায় কর্মরত অফিসার ফোর্সরা উপস্থিতিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২৪ বোতল ফেনসিডিল, ২৭শ’ ৪০ পিস ইয়াবা, ৮৯ লিটার চোলাই মদ, ভারতীয় মদ ৫০ বোতল, হেরোইন ১৮ পুরিয়া, ভারতীয় বিড়ি ১৪ লাখ ২০ হাজার শলা, বিদেশী সিগারেট ১ লাখ ৯৯,৮০০ শলা, নষ্ট হরলিক্স ১২৩ কোটা, নকল খাবার স্যালাইন ২৯৬ টি ও নকল হজমী ট্যাবলেট/নকল তেতুল ট্যাবলেট ৩৯৬ পাতা ধ্বংস করা হয়।