অনলাইনে নেওয়া হবে শাবি শিক্ষার্থীদের টার্মটেস্ট ও কুইজ প

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের টার্মটেস্ট ও কুইজ পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় খোলার মতো পরিবেশ এখনও হয়নি। তাই আমাদের শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সে জন্য টার্মটেস্ট, কুইজ ও ভাইবা অনলাইনে নেওয়ার জন্য শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ পরীক্ষা শেষ হলে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে তৈরি করা সফটওয়্যার দিয়ে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। তা এখনও সিদ্ধান্ত হয়নি। এটিকে আরো পরীক্ষা-নিরীক্ষা করে লিখিত পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।