সন্দেহ, অবিশ্বাস ও আস্থা অর্জন নিয়ে যা বললেন সাকিব

জুয়াড়ির প্রস্তাব গোপন করে সাজা ভোগ করেছেন। মাঠে ফিরেই কি সতীর্থদের আস্থা অর্জন করতে পারবেন সাকিব আল হাসান? ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডারকে এমন প্রশ্নই করা হয় তার ইউটিউব অনুষ্ঠানে। সাকিব জবাব দেন, ‘একটু কঠিন প্রশ্ন, আসলে কার মনের ভেতর কী আছে, বলা মুশকিল। সন্দেহ হতেই পারে, অবিশ্বাস তৈরি হতেই পারে। সেটা কখনোই অস্বীকার করি না। তবে যেহেতু এর ভেতরও আমার সবার সঙ্গে যোগাযোগ ছিল, কথা হয়েছে, আমি কখনো ওভাবে ফিল করিনি। আশা করি, এই জায়গাটিতে সেভাবে সমস্যা হবে না। তারা যেভাবে আমাকে বিশ্বাস করত, এখনো সেভাবেই বিশ্বাস করবে। তবে আপনি যদি ওভাবে বলেন, করতেই পারে (অবিশ্বাস), এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের কোনায় সন্দেহ জাগতেই পারে, এটা নিয়ে আফসোসের কিছু নেই। কারণ ঘটনাটাই এরকম, যে কোনো সময় যে কারো মনের কোনায় সন্দেহ জাগতে পারে। তবে আমার ধারণা, আমার প্রতি সবার আগে যে বিশ্বাস ছিল, এখনো থাকবে।’ ক্যারিয়ারজুড়েই বিতর্ক সঙ্গী সাকিবের। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার নিষিদ্ধ করেছিল তাকে। বিতর্ক সঙ্গে নিয়েই নিজেকে সাফল্যের স্বর্ণচূড়ে নিয়ে গেছেন এই অলরাউন্ডার। তবে সামনের দিনগুলোতে আর কোনো ঝামেলা চান না তিনি। সাকিব বলেন, ‘আমার ধারণা কেউই চায় না বিতর্কে জড়াতে। সবাই চায় সচেতন থেকে বিতর্ক এড়াতে। কিন্তু কিছু মানুষকে দিয়ে হয়তো সেটা সবসময় সম্ভব হয় না। আমি সামনে অবশ্যই আরো সতর্ক থাকার চেষ্টা করবো যেন একদমই বিতর্ক না হয়।’