শিরোপা জয়ের কৃতিত্ব সালমাকে দিলেন ট্রেইলব্লেজার্স অধিনায়ক

প্রথমবারের মত নারী আইপিএলে অংশ নিতে গিয়েছিলেন সালমা খাতুন। আর প্রথমবারেই করলেন বাজিমাত। ফাইনালে তিন উইকেট তুলে নিয়ে নিজ দল ট্রেইলব্লেজার্সকে টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জেতান সালমা। সোমবার আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত ফাইনালে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জেতে সালমার দল ট্রেইলব্লেজার্স। দলকে সামনে তেকে নেতৃত্ব দেয়া স্মৃতি মান্ধানা দলের প্রথম নারী আইপিএলের শিরোপা জয়ের কৃতিত্ব দিলেন সালমাকে। স্মৃতি মান্ধানা বলেন, ‘সে (সালমা) দুর্দান্ত বোলিং করেছে। এরকম একটা স্পেলে ম্যাচ না জেতার কোনো কারণ নেই। সে দলের অভিজ্ঞ ক্রিকোরদের অন্যতম। আমি সালমার হাতে বল তুলে দিয়ে বলেছিলাম ‘নিজের উপর বিশ্বাস রাখো’। সে ম্যাচ জেতানো স্পেল করে দেখিয়েছে।’ প্রথমে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১১৮ রান তুলেছিল সালমার দল। সালমা যখন বোলিংয়ে এসেছিলেন, ক্রিজে ছিলেন হারমানপ্রিত কৌর, সঙ্গে শশিকলা সিরিবর্ধনে। সুপারনোভাসের রান তখন ৩ উইকেটে ৫৮। ১৩তম ওভারে প্রথমবার তাকে আনলেন অধিনায়ক স্মৃতি, এরপর করালেন টানা ৪ ওভার। সালমা খাতুনের ওই স্পেলেই যা আশা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুপারনোভাসের, শেষ হয়ে গেল তা। কৌর-সিরিবর্ধনের জুটি ভাঙলেন সিরিবর্ধনেকে ফিরিয়ে, এরপর সালমা বোল্ড করলেন কৌরকে। পূজা ভাস্ত্রাকারকে ক্যাচ বানিয়ে সুপারনোভাসের কফিনে শেষ পেরেকটা ঠুকলেন। ১১৯ রানতাড়ায় ১০২ রানেই থামলো সুপারনোভাস। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সালমা। টসে জিতে প্রথমে বোলিং নেয় সুপারনোভাস। শারজার ধীরগতির উইকেটে শুরুটা দারুণ করে ট্রেইলব্লেজার্স। অধিনায়ক স্মৃতি মান্ধানা ও ডিয়েনড্রা ডটিনের ওপেনিং জুটিতে আসে ১১ ওভারে ৭১ রান। এরপরও ট্রেইলব্লেজার্সের ইনিংস বড় না হওয়ার কারণ মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতা। ডটিন (২০), মান্ধানা (৬৮) ছাড়া আর কোনো ব্যাটার বলার মতো ইনিংস খেলতে পারেননি। সুপারনোভার রাধা যাদব মাত্র ১৬ রান দিয়ে নেন ৫ উইকেট। অসাধারণ ব্যাটিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ফাইনাল হন ট্রেইলব্লেজার্সের অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং পুরো টুর্নামেন্ট জুড়ে নান্দনিক বোলিং পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হন সুপারনোভার রাধা যাদব।