জিন্দাবাজারের কানিজ প্লাজায় তিন লাখ টাকা জরিমানা আদায়

বিভিন্ন অপরাধে সিলেট নগরীর একটি গরুর খামারে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত দশ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (২৩ অক্টোবর ২০২০) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ নগরীর সোনারপাড়া আবাসিক এলাকায় পরিবেশ ছাড়পত্র ছাড়া গরুর খামার পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন। পরে বন্দরবাজার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের আপরাধে দুটি মামলা করা হয়েছে। মামলায় ধার্য্যকৃত জরিমানার ৫'শ টাকা নগদ আদায় করে ভ্রাম্যমান আদালত। এদিকে ভ্রাম্যনমান আদালতের অভিযানে নগরীর জিন্দাবাজারের কানিজ প্লাজা থেকে হোল্ডিং টেক্সের বকেয়া তিন লাখ টাকা আদায় করা হয়। সিলেট মহানগর পুলিশ, সিসিকের কর কর্মকর্তা মো. রমিজ মিয়া, বাজার শাখা, লাইসেন্স শাখা ও রাজস্ব শাখার কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন।