ট্রাফিকের ‘গোপন চোখ’ উদ্বোধন

মৌলভীবাজারে ট্রাফিক পুলিশদের জন্য এই প্রথম গোপন চোখ নামে বডিওর্ন ক্যামেরা কার্যক্রম শুরু হয়েছে। স্বচ্ছ, জবাবদিহিতামূলক, দুর্নীতিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে উদ্বোধন করা হয়েছে বডিওর্ন ক্যামেরা কার্যক্রম। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ গোপন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হকসহ অনেকে। জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ১৫টি বডিওর্ন ক্যামেরা ট্রাফিক পুলিশকে দেয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশ তা ব্যবহার করবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, এ ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশি সেবায় ব্যাপক স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসবে।