টমি মিয়া’স ইন্সটিটিউটের ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট সিলেটের ৫০জন শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় রিকাবাসীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে ৫০জন শিক্ষার্থীদের মধ্যে এই সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কারি কিং আন্তর্জাতিক রন্ধন শিল্পী টমি মিয়া এম.বি.ই বলেছেন, অদক্ষজন শক্তিকে দক্ষ শক্তিতে রূপান্তরিত করাই আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্যে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমি বাংলাদেশে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট গড়ে তুলি এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ মাতৃভূমি বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত গৌরবের সাথে কাজ করছেন। আমি মনে করি আমার ইনস্টিটিউট বাংলাদেশকে বিশ্বের দরবারে এক দক্ষ কমিউনিটি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের এম,ডি, মো. তাজুল ইসলাম বলেছেন, পরিশ্রম, কষ্ট, ধৈর্য্য ছাড়া জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়। সেফ ট্রেনিং করেছেন ভালকথা কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আজকের অনুষ্ঠানে সনদ প্রাপ্তিদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। সেফ শিক্ষক জাফর জাহানের সভাপতিত্বে ও এডমিন ম্যানেজার ও কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, টমি মিয়াস্ হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়েজ খান বেলাল, সাংবাদিক এমরান ফয়ছল, ফাহমিদা সুলতানা খান প্রমুখ। বিজ্ঞপ্তি