মায়ের ফোন বদলে দেয় সিরাজকে

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই বাবাকে হারান তিনি। সিডনি-ব্রিসবেন টেস্টে বর্ণবিদ্বেষী মন্তব্য সহ্য করেন। ফিল্ডিংয়ের সময় দর্শকদের বাজে আচরণ মোহাম্মদ সিরাজের আত্মবিশ্বাস ভেঙে দেয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু তিনি হার মানেননি। ব্রিসবেন টেস্টে অসি ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছেন একাই। ম্যাচ শেষে জানালেন মায়ের সঙ্গে ফোনালাপেই সাহস পান তিনি। সাংবাদিকদের সিরাজ বলেন, ‘মায়ের গলা শোনার পর আলাদা জোর পাই। ব্রিসবেনে নামার আগে চিন্তায় ছিলাম। তবে মা সাহস জুগিয়েছেন। বাবার স্বপ্ন পূরণ করাই আমার লক্ষ্য। বাবার মৃত্যুর পর মনের জোর বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তবে এখন ঠিক আছি। কঠিন পরিস্থিতিতে পাঁচ উইকেট আমাকে তৃপ্তি দিয়েছে।’ ব্যাক আপ বোলার হিসাবে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া আসেন তিনি। এই সিরাজই অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করলেন। তার বাবা স্বপ্ন দেখতেন, ছেলে একদিন দেশের জার্সি গায়ে টেস্ট খেলবে। বাবার স্বপ্ন বাস্তবের রূপ দিয়েছেন তিনি। কিন্তু তার এই প্রাপ্তি কিছুটা ম্লান হয়েছে বাবার মৃত্যুতে। সিরাজ বাবার কথা মনে করে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত শুনে কেঁদে ফেলেন।