তেমুখীতে চার মাদক কারবারিকে ধরল ডিবি

সিলেটের সদর উপজেলার তেমুখী থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন-জালালাবাদ থানার সাহেবেরগাঁও এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে শহীদ আহমদ, বড়গাঁও-কুমারগাঁওয়ের মৃত আজীজ খানের ছেলে শাহেদ খান, চরুগাঁও এলাকার মৃত সাজিদ আলীর ছেলে সুজন আহমদ এবং শফিক উদ্দিনের ছেলে মো. তোফায়েল আহমেদ।বিষয়ের নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।তিনি জানান, তেমুখী পয়েন্ট সংলগ্ন খাজা মহল মার্কেটস্থ আনা এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হলেও সাথে থাকা আমিন আহমদ নামের আখালিয়া নোয়াপাড়া বাসিন্দা পালিয়ে যায়।এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, ধৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্রের সক্রিয় সদস্য। তারা সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিলেট শহরে নিয়ে আসে এবং পরস্পর যোগসাজশে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, ২নং আসামী শাহেদ খান (৩৮) এর বিরুদ্ধে ১। এসএমপি এর জালালাবাদ থানার এফ আই আর নং-১৫/৫৪, তারিখ- ১৪ মার্চ, ২০১৯; ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ মামলাটি রয়েছে।