নগরীতে ছাত্র জমিয়তের র‌্যালিতে পুলিশি বাঁধা

সিলেট নগরীতে পুলিশি বাঁধা উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি সম্পন্ন করেছে ছাত্র জমিয়ত সিলেট মহানগর। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ২টায় সিলেট নগরীর ওসমানী শিশু উদ্যানের সামনে পুলিশের বাঁধার সম্মুখীন হন ছাত্র জমিয়তের র‌্যালিটি। শিশু পার্কের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে নাইওরপুল পয়েন্ট থেকে শুরু হয়। পরে এক পথসভায় মিলিত হন নেতাকর্মীরা। মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদের পরিচালনায় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোসাইন আহমদ, কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল রাশেদ। আরও মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সালিম ক্বাসেমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর জমিয়তের সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন নগরী, মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মুফতি সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ শাহিদ আহমদ হাতিমী, সহ সভাপতি আবুল খয়ের, যুগ্ম সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, জেলার সহ সাধারণ সম্পাদক কাওসার আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক নুরুল ইসলাম ও নাজিম উদ্দিন নোমানী প্রমুখ। এদিকে, শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশির বাঁদার বিষয়ে অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী বলেন, আজকে ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী দেশব্যাপী পালন করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে পুলিশ প্রশাসন আমাদের শান্তিপূর্ণ র‌্যালিতে বাধা দিয়ে বাক স্বাধীনতা হরণ করেছে। একটি স্বাধীন দেশে এরকম শান্তি পূর্ণ কর্মসূচীতে বাঁধা সৃষ্টি করা আইনের পরিপন্থি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।