শেষ মুহূর্তের গোলে এফএ কাপের কোয়ার্টারে ম্যানইউ

এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অন্তিম মুহূর্তের গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ওলে গানা সুলশারের শিষ্যরা। এ নিয়ে টানা সপ্তমবার এফএ কাপের শেষ আটে পৌঁছার কীর্তি গড়ল রেড ডেভিলরা। স্বাগতিকদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন স্কট ম্যাকটোমিনে। ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ম্যানইউ। ২৭তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। কর্নার থেকে বল পেয়ে হেড করেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডেলফ। ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার ক্রেইগ ডওসনের গায়ে লেগে পোস্টের দিকে যাচ্ছিল বল, ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ফ্যাবিয়ানস্কি। ৫৪ তম মিনিটে দলের আবার ত্রাতা হয়ে ওঠলেন ফ্যাবিয়ানস্কি। এসময় অ্যান্থনি মার্শিয়ালের পাস থেকে জোরালো শট নেন মার্কাস রাশফোর্ড। দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন এই পলিশ গোলরক্ষক। এরপর নির্ধারিত সময়ে আরও কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেননি রেড ডেভিলরা। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অবশেষে ৯৭ তম মিনিটে গোল জয়সূচক একমাত্র গোলটি করেন স্কট ম্যাকটোমিনে।