একুশের আলোকে নাট্য প্রদর্শনী উদ্বোধন আজ

যাক কেটে যাক নিকষ কালো, মঞ্চে আবার জ্বালাও আলো’ এই শ্লোগানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। আজ সন্ধ্যা ৬ টায় রিকাবীবাজর কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নৃত্যশৈলী সিলেট “রুপান্তরের গান” গীতিনৃত্যনাট্য পরিবেশন করবে। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় একুশের আলোকে নাট্য প্রদর্শনীর নাটক মঞ্চায়ন শুরু হবে আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায়। প্রথম দিন লিটল থিয়েটার সিলেট মঞ্চায়ন করবে ‘ভাইবে রাধারমণ’। ২৭ মার্চ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার কবি নজরুল অডিটোরিয়ামে নাটক মঞ্চায়িত হবে। বিগত ৩৬ বছর ধরে নিয়মিত এই আয়োজনে প্রতি বছর উদ্ধোধনী দিন সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এ বছর সংস্কৃতি ও নাটকে বিশেষ অবদানের জন্য দুই জন গুণি ব্যক্তিকে নাট্য পরিষদ সম্মাননা প্রদান করা হবে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে সকল মহলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।