কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কানাডার ম্যানিটোবায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় ইন্টারলাক সম্প্রদায়ের এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও আল নোমান আদিত্য, রসুল বাধন ও অরণ্য আসাদ চৌধুরী নামের এ তিন শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে জানা গেছে। তারা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার পড়াশোনা করতেন। তিন বন্ধু উইনিপেগ থেকে শতাধিক কিলোমিটার উত্তরের হেকলা অঞ্চল থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর আরসিএমপি (রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ) তদন্তের জন্য মহাসড়কের একটি অংশ কয়েক ঘণ্টা বন্ধ রাখে বলে জানা গেছে। সিবিসি নিউজ থেকে জানা গেছে, আরসিএমপি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরাও শোক প্রকাশ করছে। নিহতদের মরদেহ দেশে পাঠানো হবে কিনা তা জানা যায় নি।