ছাতকে চাঞ্চল্যকর নৈশ প্রহরী ফখরুল হত্যা মামলার আসামি বুশসহ গ্রেফতার ২

সুনামগঞ্জের ছাতকে চাঞ্চল্যকর নৈশ প্রহরী ফখরুল হত্যা ও ডাকাতি মামলার দু’আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম'র নেতৃত্বে অভিযান পরিচালনা করে নোয়ারাই কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হন। অভিযানে এএসআই সুমন চন্দ্র গোপ, এএসআই জয়নাল আবেদীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেফতারকৃতরা হলেন ছাতকের নোয়ারাই ফকিরটিলা এলাকার মৃত চান মিয়ার ছেলে রুয়েল হোসেন বুশ (২০) ও একই এলাকার বিক্রম আলীর ছেলে জাম্বির আলী জাম্বির (৩৫)। থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানিয়েছেন, ২০২০ সালের ২৯ জুন রাতে ছাতক রেলওয়ের নৈশপ্রহরী ফখরুল আলমকে খুন করে বিআর গোডাউন থেকে মালামাল লুটের ঘটনায় তিনি এর আগে ৮জন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা ফখরুল হত্যা ও ডাকাতির ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। লুণ্ঠিত মালামালও কিছু উদ্ধার হয়েছে। এ ঘটনায় তাদের অন্যতম সহযোগি রুয়েল হোসেন বুশ ছিল পলাতক। তাকেও গ্রেফতার করা হয়। এ মামলায় মোট ৯জন আসামিকে গ্রেফতার করতে তিনি সক্ষম হয়েছেন। এছাড়া গেল ১০ জানুয়ারি রাতে ছাতকের পূর্ব নোয়ারাই গ্রামের প্রবাসী মকবুল হোসেনের বাড়িতে কৌশলে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে অচেতন করে নগদ টাকা, ও স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল চুরির ঘটনায় জড়িত জাম্বির আলী জাম্বিরকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন দু’আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।