বৃটেনে লকডাউন তুলে নেয়ার রোডম্যাপ ঘোষণা

বৃটেনে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হওয়া এবং দেশজুড়ে মহামারির আক্রমণ ভয়াবহ রূপধারণের প্রেক্ষাপটে তৃতীয় দফায় জারি হওয়া লকডাউন ধাপে ধাপে শিথিল তথা পুরোপুরি তুলে নেয়ার রোডম্যাপ ঘোষণা করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী বরিস জনসন প্রস্তাবিত রোডম্যাপ মতে, আগামী ৮ই মার্চ স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। পরবর্তীতে খুলবে স্পোর্টস এবং রিক্রেশন সেন্টার। অবশ্য পার্ক, কফিশপ বা বারে দুইজনের বেশি একত্রে মিলিত হওয়া, গল্প করা, মিটিং বা আড্ডাবাজি করতে পারবেন না। এ ব্যাপারে প্রশাসনের কড়া নজরদারি থাকবে। ২৯শে মার্চ দুই পরিবারের মধ্য দেখা-সাক্ষাতের বিদ্যমান নিষেধাজ্ঞা ওঠে যাবে, পরিবারদ্বয়ের সদস্যরা একে অন্যের বাসায় যেতে পারবেন। ২৯ শে মার্চ থেকে ৬ জন একত্রে মিলিত হতে পারবেন, গ্রুপ মিটিং করতে পারবেন। ৬ সদস্যের পিকনিকও করা যাবে। ২৯শে মার্চ থেকে এক শহরের লোক অন্য শহর বা অন্য অঞ্চলে যাতায়াত করতে পারবেন। শুধু তাই নয়, এপ্রিল মাস থেকে বিদ্যমান লকডাউনে ধাপে ধাপে আরো শিথিলতা আসবে। এপ্রিলে প্রস্তাবিত শিথিলতার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আউটডোর পরিসেবা উন্মুক্তকরণ। মে মাসে পাব রেস্টুরেন্ট খোলা হতে পারে। ঘোষণা মতে, জুলাই মাসের মধ্যে সবার জন্য ভ্যাকসিন প্রকল্প বাস্তবায়িত হবে।