সি‌লে‌টে দোকানপাট বন্ধ থাকলেও যানচলাচল স্বাভা‌বিক

করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া এক সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও নগরের বিভিন্ন রাস্তায় চলছে সিএনজিচালিত অটোরিকশা। এছাড়া প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশার চলছে। তবে তা স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম। 

আজ সোমবার (৫ এ‌প্রিল) দুপুর ১২টায় নগরের কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডগুলোতে স্বাভাবিক দিনের মতো অটোরিকশা রয়েছে। নগরের বিভিন্ন এলাকা থেকে এসব অটোরিকশায় করে বন্দরবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন মানুষ। রাস্তায় প্রাইভেট কারও চলতে দেখা গেছে। তবে রাস্তায় অসংখ্য রিকশা ও মোটরসাইকেল চলছে। নগরবাসীর অনেকেই বলছেন, তারা জরুরি কাজেই বাসা থেকে বের হয়েছেন। 

 

এদিকে সরকারের নির্দেশনা মেনে বন্ধ রয়েছে নগরের শপিং মল ও দোকানপাট। নগরের নয়াসড়ক, জিন্দাবাজার, বন্দরসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

তবে এসময় জিন্দাবাজার, বন্দর, কোর্ট পয়েন্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি তেমন চো‌খে প‌ড়ে‌নি।