রিয়াল-অ্যাটলেটিকোর শিরোপা নিষ্পত্তি আজ

স্প্যানিশ লা লিগায় শিরোপার নিষ্পত্তি হচ্ছে আজ। আসরের শেষ রাউন্ডে খেলতে নামার আগে শিরোপার দৌড়ে রয়েছে কেবল দুই মাদ্রিদ জায়ান্ট রিয়াল-অ্যাটলেটিকো। বার্সেলোনার আশা আগেই শেষ। আর শেষ রাউন্ডে প্রত্যাশিত ফল না পেলে তালিকার তৃতীয় স্থানও হারাতে পারে কাতালান ক্লাবটি। লা লিগায় আজ একই সময়ে পৃথক ম্যাচে মাঠে নামছে দলগুলো। সবখেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়। এবারের শিরোপা সম্ভাবনায় এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। অবনমন নিশ্চিত হওয়া ভায়াদোলিদের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো।

আর জয় পেলেই উল্লাস। পরিষ্কার ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা উঠবে অ্যাটলেটির ঘরে। নগর সতীর্থ দলটি পা ফসকালে কেবল সুযোগ তৈরি হবে রিয়াল মাদ্রিদের। নিজেদের মাঠে এদিন ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। ৩৭ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৮১ পয়েন্ট। এবারের লা লিগায় ৩৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৩০ গোল করেছেন লিওনেল মেসি। তবে আসরে তাদের শেষ ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না বার্সা। মেসিকে ছুটি দিয়েছেন বার্সেলোনার ডাচ কোচ রোনাল্ড কোম্যান। কোপা আমেরিকার জন্য জাতীয় দলে প্রস্তুতি নিতে আগে ভাগেই বার্সেলোনা ছেড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। এজন্য গতকাল বার্সেলোনা দলের অনুশীলনেও দেখা যায়নি তাকে। ৩৭ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শিরোপার আশা আগেই শেষ হয়েছে কাতালানদের। তবে আজ এইবারের মাঠে জয় না পেলে চতুর্থ স্থানে নেমে যেতে পারে তারা।  ৩৭ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে ওসাসুনার মুখোমুখি হবে সোসিয়েদাদ। এ নিয়ে অষ্টমবার লা লিগার সর্বোচ্চ গোলদাতার পিচিচি ট্রফি উঠতে যাচ্ছে মেসির হাতে। আসরের শেষ রাউন্ড শুরুর আগে বাকিরা মেসি থেকে অনেকটাই পিছিয়ে। ২৩ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভিয়ারিয়ালের স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড আলবার্তো মোরেনো। ২২ গোল নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মৌসুমের শুরুতে লুইস সুয়ারেজকে বিদায় করে দেন বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান। আর অ্যাটলেটিকোতে যোগ দিয়ে উড়ন্ত ফর্ম দেখান এ উরুগুইয়ান স্ট্রাইকার। আসরে ৩১ ম্যাচ খেলে চতুর্থ সর্বোচ্চ ২০ গোল পেয়েছেন সুয়ারেজ। আর অ্যাটলেটির সর্বশেষ মহামূল্যবান গোলটি আসে সুয়ারেজের পা থেকেই। আগের ম্যাচে ওসাসুনার কাছে হারতে হারতে ২-১ গোলে জয় পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করে সুয়ারেজ।