আসছেন নভেরা

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মাতা অমিতাভ রেজার আলোচিত ‘রিকশা গার্ল’- ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। সম্প্রতি ‘রিকশা গার্ল’-এর অফিসিয়াল ওয়েব সাইট ও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার প্রকাশ হয়েছে। সোয়া দুই মিনিটের ট্রেলারটিতে পাওয়া গেছে দারুণ এক গল্পের আভাস। সিনেমায় নভেরার চরিত্রের নাম নাঈমা। তার কাছে ছবি আঁকা ভীষণ পছন্দের। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা হঠাৎ একদিন অসুস্থ হলে সবকিছু পাল্টে যায়। ছবি এঁকে যেহেতু পয়সা পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে সেই নাঈমা রাস্তায় রিকশা নিয়ে বের হন। তাকে সম্মুখীন হতে হয় নানা প্রতিবন্ধকতার।

পুরো ট্রেলারজুড়ে উজ্জ্বল উপস্থিতি নভেরার। নভেরার এই সিনেমাটি ২২শে জুলাই শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার ডারবানের চলচ্চিত্র উৎসবের ৪২তম আসরে প্রদর্শন হতে যাচ্ছে। ট্রেলার প্রকাশ হওয়া নিয়ে নভেরা বলেন, আমি খুব উচ্ছ্বসিত। সত্যি আনন্দিত। আমার দ্বিতীয় সিনেমাও আন্তর্জাতিক কোনো উৎসবে দেখানো হবে। একজন অভিনয়শিল্পী হিসেবে বড় পাওয়া। আমাদের দেশের জন্যও একটা বড় ব্যাপার। ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের দারুণ সাড়া পাচ্ছি। সিনেমাটি নিয়ে প্রতিনিয়ত প্রত্যাশা বেড়েই চলছে। উল্লেখ্য, নভেরার প্রথম চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’। রুবাইয়াত হোসেন পরিচালিত সেই সিনেমায় পোশাককর্মী ডালিয়ার চরিত্রে অভিনয় করেন নভেরা।