খেলাঘরের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের সহজ জয়

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডে জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। খেলাঘর কল্যাণ সমিতিকে ১৭ রানে হারিয়ে টুর্নামেন্টিতে তাদের দ্বিতীয় জয়ের দেখা পেলো দলটি।
বিকেএসপিতে টসে জিতে ডিওএইচএসকে ব্যাটিংয়ে পাঠায় খেলাঘর। তবে বৃষ্টির কারণে ম্যাচ অফিসিয়ালরা ওভার কমিয়ে আনেন। ১৩ ওভারে ৪ উইকেটে ১২০ রানের বড় সংগ্রহ করে ওল্ডডিওএইচএস।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রাফসান আল মাহমুদ ও মেহেদী হাসান মিরাজকে হারায় খেলাঘর। এরপর ইমতিয়াজ হোসেন ও জহুরুল ইসলাম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ইমতিয়াজ ৩০ বলে ৩৩ ও জহুরুল ২৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি।
নির্ধারিত ১৩ ওভার শেষে খেলাঘরের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১০৩ রান। ডিওএইচএসের পক্ষে রকিবুল হাসান দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান হামিদুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল।
এরআগে ঝড়ো ব্যাটিং করেছেন ওল্ড ডিওএইচএসের আনিসুল হক ইমন, রায়ান রহমান এবং মাহমুদুল হাসান জয়।
ওপেনিংয়ে নেমে আনিসুল ইসলাম ২৭ বলে খেলেন ৪৪ রানের ইনিংস।


আরেক ওপেনার রাকিন আহমেদ ৫ রান করে বিদায় নেন। তবে পরের দুই ব্যাটসম্যান ঠিকই রান পেয়েছে।


রায়ান রহমান ২১ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে মাহমুদুল হাসান জয় ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন।


খেলাঘরের পক্ষে বল হাতে সবচেয়ে সফল খালেদ আহমেদ। ডানহাতি এই পেসার ৩ ওভারে ২৪ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট। একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।