সেমিতে ফাইনালের আমেজ, মুখোমুখি নাদাল-জকোভিচ

ফাইনালের উন্মাদনা সেমি-ফাইনালেই পেতে চলেছেন টেনিসপ্রেমীরা। ফরাসি ওপেনের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন রাফা। বুধবার ইতালির মাতেয়ো বেরেত্তিনিকে হারিয়ে শেষ চারে পৌঁছান জকোভিচ। সেমিতে ওঠার লড়াইটা খুব সহজ ছিল না সার্বিয়ান তারকার। অবশ্য চার সেটের লড়াইয়ে শেষ হাসি হাসেন জোকারই। বুধবার প্রথম সেটে একবার এবং দ্বিতীয় সেটে দু’বার জকোভিচ ব্রেক করেন বেরেত্তিনিকে। দ্বিতীয় সেটের মাঝে একবার পেটে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় বেরেত্তিনিকে। শঙ্কা জাগে, তিনি খেলা চালিয়ে যেতে পারবেন কি না। বছরের শুরুর দিকে দু’মাস তলপেটের ব্যথার কারণে খেলতে পারেননি তিনি। কিন্তু তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান বেরেত্তিনি। এবার তাকে ব্রেক করতে পারেননি জকোভিচ। উল্টো একের পর এক ‘এস’ সার্ভিস করে তাকে বিপদের মুখে ফেলে দেন বেরেত্তিনি। সেট গড়ায় টাইব্রেকারে। সেখানেও হেরে যান জকোভিচ। অবশেষে বেরেত্তিনিকে চতুর্থ সেটে ব্রেক করলেন নোভাক। দুটি ম্যাচ পয়েন্ট হারানোর পর। খেলার ফল ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫। শুক্রবার (১১ই জুন) সেমি-ফাইনালের লড়াইয়ে নামবেন নাদাল-জকোভিচ। রজার ফেদেরারকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে নাদালের নামনে। রোলাঁ গারো জিতলে ২১টি গ্র্যান্ডস্লাম জিতে নতুন রেকর্ড করবেন রাফা। এখন ফেদেরার এবং নাদালের দখলে সমান ২০টি করে গ্র্যান্ডস্লাম রয়েছে। জকোভিচ ১৮টি গ্র্যান্ডস্লামের মালিক। তিনিও চাইবেন ফেদেরার আর নাদালকে স্পর্শ করতে। অপর সেমিতে আলেকজান্ডার জভরেভের মুখোমুখি হবেন গ্রিসের স্তেফানোস সিতসিপাস।