মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের ভূমিকম্প সতর্কীকরণ কর্মসূচী পালিত

সাম্প্রতিক সময়ে সিলেটে ঘনঘন ভূমিকম্প অনুভূত হওয়ায় নগরীর জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। সিলেট নগরীতেই ভূমিকম্পের ফল্ট রয়েছে। ফলে সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্পের অধিক ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞগণ এরকম অভিমত ব্যক্ত করাতে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। এমনি প্রেক্ষাপটে সরকার ও সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ন্যায়
মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক জনগণকে সচেতন করার লক্ষ্যে ৯ জুন, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিটে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে ভূমিকম্প সতর্কীকরণ কর্মসূচী পালন করে। সাম্প্রতিককালে বিপুল সংখ্যক সুধীজনের উপস্থিতিতে সিলেটে ভূমিকম্প বিষয়ক কর্মসূচী পালন এটাই প্রথম।
সিলেট বিবেকের সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন-এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য নিরঞ্জন চন্দ্র চন্দ-এর পরিচালনায় কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। সচেতনতামূলক বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষিকা সুজাতা দে, এডভোকেট পঙ্কজ কুমার রায়, এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, রোটারীয়ান নিরেশ চন্দ্র দাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শিক্ষয়িত্রী শিলা চৌধুরী, প্রফেসর দেবাশীষ দেবনাথ, এডভোকেট সুজিত কুমার বৈদ্য, হীরা রায়, অমিতা বর্ধন, বাবুল তালুকদার, অধ্যাপক অনবীর রায়, এপেক্সিয়ান চন্দন দাশ, এপেক্সিয়ান জি.ডি রুমু, ব্যাংকার কবি সুমন বণিক, শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমা, অসিত হালদার, শিবলু মালাকার প্রমূখ।
অনুষ্ঠানে ভূমিকম্প সতর্কীকরণ ও করণীয় সম্পর্কে জনসাধারনের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়।
বক্তরা বলেন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের হাতে নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করলে জানমাল সহ ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। অপরিকল্পিত নগরায়ন, গাছপালা, পাহাড়-টিলা কর্তন, নদী-নালা ভরাট সহ মানবসৃষ্ট কর্মকান্ডই প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। তাই
মানুষকে আরও মানবিক হতে হবে, আরও সচেতন হতে হবে। বক্তারা বলেন, সাম্প্রতিক ঘনঘন সৃষ্ট ভূমিকম্পের কারণে আতঙ্কগ্রস্ত হয়ে যাঁরা শহর ছেড়েছেন বা ছেড়ে দেবার পরিকল্পনা করছেন তাঁদের আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন হয়ে পরিস্থিতি মোকাবেলা করুন।