করোনা ভ্যাকসিন : টিকা দেওয়ার পরিকল্পনা হচ্ছে এখন যেভাবে

আগামী সপ্তাহ বাংলাদেশে শুরু হচ্ছে ফাইজার ও সিনোফার্মের টিকার প্রথম ডোজ

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রথম ডোজ হিসেবে একসঙ্গে দেওয়া শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা

অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, ‘আমরা আর একটা একটা করে দেব না। সব ধরনের টিকা দেওয়ার কাজ একসঙ্গে শুরু করা হবে আগামী সপ্তাহ থেকে।’

যিনি প্রথম ডোজ হিসেবে ফাইজার পাবেন তাকে দ্বিতীয় ডোজ হিসেবে সেটাই দেওয়া হবে। অন্য ধরনের টিকার ক্ষেত্রেও তাই।’

ডা. খুরশীদ বলেছেন, ‘এক্ষেত্রে টিকা গ্রহীতার কোন সিদ্ধান্ত থাকবে না। তাকে যে ধরনের টিকা দেয়া হবে সেটিই নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘যারা নিবন্ধন করে ফেলেছেন কিন্তু প্রথম ডোজও পাননি তাদের ফাইজারের যে চালান এখন রয়েছে সেগুলো দেওয়া হবে।’

ফাইজারের টিকা সংরক্ষণে জটিলতার কারণে শুধু ঢাকাতেই কয়েকটি নির্ধারিত হাসপাতালে এ টিকা দেওয়া হবে।

এদিকে সিনোফার্মের টিকা পাচ্ছেন শুধু মেডিকেল শিক্ষার্থীরা। আর এর আগেই সিদ্ধান্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনের সিনোফার্ম টিকা দেওয়া হবে।

যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পাওয়ার পর টিকার যোগান না থাকায় দ্বিতীয় ডোজ পাননি তাদের কোভ্যাক্স ও যুক্তরাষ্ট্র থেকে সহায়তা হিসেবে যে টিকা আসবে সেগুলো দেয়া হবে।

এগুলো শীঘ্রই আসবে কিনা সেটি অবশ্য নিশ্চিত নয়।