সিলেটে ফের শুরু হচ্ছে করোনার টিকাদান

 সিলেটে ফের করোনা টিকা দান কার্যক্রম শুরু হচ্ছে।   শনিবার সকাল ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

সিলেট মহানগরে  টিকা কার্যক্রমের দায়িত্বে থাকা  সিটি কর্পোরেশনের প্রধান সাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে  সিলেটের অন্যান্য কেন্দ্রে এখন  টিকা কার্যক্রমের কোন নির্দেশনা আসেনি বলেও জানান তিনি। 

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চীনের সিনোফার্মের তৈরি ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জ প্রেমানন্দ মন্ডল।  জানা গেছে, শনিবার ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ভোটার আইডি কার্ড বা কলেজের আইডি কার্ড নিয়ে এলেই চলবে। এদের পর সিলেট নার্সিং কলেজ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আগে টিকা থেকে বাদ পড়া চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং আগে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত কেবল তাদেরকেই টিকা দেয়ার নির্দেশনা রয়েছে।