সৌদি অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা হুথির, ৮ ড্রোন ধ্বংস

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অন্তত ৮টি সশস্ত্র ড্রোন ধ্বংস করেছে সৌদি আরব। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ওই হামলা চালানো হয় ইয়েমেন থেকে। তবে সৌদি নেতৃত্বাধীন আরব জোট এক টেলিভিশন বার্তায় জানিয়েছে, মোতায়েন থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ড্রোন ধ্বংসে সক্ষম হয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স।

এদিকে হুথির সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান যে, খামিস মুশাইত সামরিক ঘাটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। পরে আরো ৭টি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও আলাদা বিবৃতিতে জানানো হয়েছে। ইরান সমর্থিত হুথি প্রায়ই সৌদি আরবের বিভিন্ন ঘাটি টার্গেট করে হামলা চালিয়ে থাকে। রকেট, ক্ষেপনাস্ত্র ও ড্রোনের ব্যবহার হয় এসব হামলায়।