‘এককাপ কফি করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি এক দশমাংশ কমায়’

দিনে শুধু এককাপ কফি পান করলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এক দশমাংশ কমে যায়। এর কারণ, কফি করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে। বড় এক গবেষণায় এ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তারা ৪০ হাজার প্রাপ্ত বয়স্ক বৃটিশের ওপর রেকর্ড বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে এসেছেন। তারা বিশ্বাস করেন, কফিতে উদ্ভিজ এমন সব রাসায়নিক পদার্থ আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো সমৃদ্ধ করে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। গবেষণায় আরো বলা হয়েছে, নিয়মিত কিছু সবজি খেলেও একই রকম ফল আসতে পারে। অন্যদিকে প্রক্রিয়াকরণ মাংস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।

এসব তথ্য প্রকাশিত হয়েছে নিউট্রিয়েন্টস জার্নালে।