ওসমানীতে আইসিইউ না পেলে মারা গেলেন বিশ্বনাথের বৃদ্ধা

বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৮জন। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জন। আর মোট শনাক্ত ৬০৬ জন। এরমধ্যে চলতি মাসে শনাক্ত হয়েছেন ১৬৬ জন।মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। 
এদিকে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া বৃদ্ধা উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বীপবন্ধ বিলপাড় (মুন্সিবাড়ি) গ্রামের আব্দুস ছাত্তার (৫২)। তবে পরিবারের দাবি আব্দুস ছাত্তারের অবস্থা আশঙ্কাজনক থাকায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অনেক চেষ্টা করেও আইসিইউ বেড না পাওয়ায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। 
১৩ জুলাই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হলে ওসমানী হাসপাতালের নিচ তলার ২৬ নং ওয়ার্ডে নিয়ে ভর্তি করেন স্বজনরা। সেখানে অনেক চেষ্ঠা করে টাকার বিনিময়েও একটি আইসিইউ বেড তার কপালে জুটেনি।এর ভেতরে পরিবারের পক্ষ থেকে প্রায় ৯০হাজার টাকাও খরচ করা হয়েছে। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ ২৫ দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 
বিষয়টি নিশ্চিত করেন নিহতের প্রতিবেশী ভাতিজা আলী হোসেন। আর অপর মৃত্যু হওয়া নারীর নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।