সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি বড়লেখা থানার জাহাঙ্গীর হোসেন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হয়েছেন বড়লেখা থানার জাহাঙ্গীর হোসেন সরদার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ কর্মক্ষেত্রের কৃতিত্ব স্বরূপ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত জুলাই মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা, চোরাচালান প্রতিরোধ ছাড়াও চাঞ্চল্যকর ব্যবসায়ী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে ভালো করায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। ডিআইজি স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরও প্রেরণা যোগাবে।’

প্রসঙ্গত, বিভাগের শ্রেষ্ঠ বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার গত বছরের ৭ আগস্ট বড়লেখা থানায় যোগদান করেন।