‘ভুল কম দেখে ভালোর দিকে তাকান’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের পাশাপাশি সিরিজেও (৪-১ ও ৩-২) ব্যবধান হারায় টাইগাররা।

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের এমন নান্দনিক পারফরম্যান্সের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১০ নম্বরে থাকা দল উঠে এসেছে ছয়ে।

ঘরের মাঠে মন্থর ও টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে সিরিজ হারালেও টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে প্রশ্নও উঠেছে। তবে এসব নেতিবাচক কথায় কান দিতে চান না সাকিব আল হাসান।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, দেখুন, আপনি যদি ভুল ধরতে চান, যে কোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। তাই ভুলটা একটু কম দেখে ভালোর দিকে যদি তাকান, অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন- সেটা বুঝতে হবে।

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় নিয়ে সাকিব বলেন, আমার কাছে মনে হয়, সব ক্রিকেটার কম-বেশি পারফরম্যান্স করছে এবং আমরা একটা দল হিসেবে খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।