মাকে মারপিট করার দায়ে, ছেলের কারাদণ্ড

বাবা বেঁচে নেই, মা কাথা সেলাই করে সংসার চালায়। অথচ ঘরে স্ত্রী রেখেও কিছুই করে না ছেলে। উল্টো টাকা পয়সার জন্য সংসারে মাকে মারধর করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১০টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। শনিবার সকালে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত মিশন মিয়া (২০) উপজেলার পুর্ব তিমিরপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে। ইউএনও শেখ মহি উদ্দিন জানান, মিশন মিয়া প্রায় সময় টাকার জন্য তার মাকে মারপিট করে। এর আগেও তার মা অভিযোগ দিয়েছিলেন। শুক্রবার রাতেও টাকার জন্য পাইপ দিয়ে মাকে মারপিট করে। এক পর্যাযে দা দিয়ে মারতে যায়। স্থানীয়রা তাকে আটকায়। তিনি আরও জানান, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মিশন মিয়াকে আটক করেন। পরে সে তার দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১০ মাস ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।