তৃপ্ত মেসির উচ্ছ্বাস মার্তিনেজকে নিয়ে

দাপুটে ফুটবলে উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের মাঠে বিবর্ণ ফুটবলের হতাশা ভুলে ছন্দময় ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ পারফরমেন্সে তৃপ্ত লিওনেল মেসি। আলবিসেলেস্তেরা নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায়। লুইস সুয়ারেজের দারুণ তিনটি প্রচেষ্টা রুখে দেন তিনি। সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষককে প্রসংশায় ভাসিয়েছেন মেসি। উরুগুয়ের বিপক্ষে পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনা। জিওভান্নি লো সেলসো, রদ্রিগো ডি পলরা মাঝমাঠে দাপট দেখিয়েছেন। যার প্রভাব পড়েছে ম্যাচের পারফরমেন্সে। গোলমুখে ২৩টি শট নিয়েছে আর্জেন্টিনা। ব্যবধান বাড়েনি উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা দারুণ কয়েকটি সেভ করায়। মেসিও নিজেও করেছেন দুর্দান্ত পারফরমেন্স। প্যারাগুয়ের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। পরের ম্যাচেই ছন্দে ফিরলেন। নিজে এক গোল করলেন, করালেন আরেকটি। দলও পেয়েছে বড় জয়। সঙ্গে ছন্দময়, দাপুটে ফুটবল। আর্জেন্টিনা অধিনায়কের কণ্ঠে তাই ‘মনের মতো’ ম্যাচ খেলার তৃপ্তি। তিনি বলেন, ‘দুর্দান্ত একটি ম্যাচ খেলেছি আমরা। সবকিছু নিখুঁতভাবে হয়েছে। আশা করছি এ ধারা অনেক দিন থাকবে। উপভোগ করার জন্য এটা খুব সুন্দর ব্যাপার। উরুগুয়ে এমন এক দল, যারা (প্রতিপক্ষকে) ঠেকিয়ে রাখতে চায় এবং (সুযোগ বুঝে) বিপদ সৃষ্টি করে। আমরা প্রথম গোলটি পাওয়ার পরই জায়গা পেতে থাকি এবং তাতে আরও গোল বের হয়ে আসে।’ আর্জেন্টিনা ২৮ বছর পর শিরোপার স্বাদ পেয়েছে গত জুন-জুলাইয়ে কোপা আমেরিকা জিতে। লিওনেল মেসিরও জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের আক্ষেপ ঘুচেছে। তাতে বড় অবদান গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। কোপার সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতে নেন তিনি। ক্যারিয়ারের সেরা সময়ে থাকা মার্তিনেজ জায়গা করে নিয়েছেন বর্ষসেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায়। সার্জিও রোমেরোর পর ভরসা করার মতো গোলরক্ষকের দেখা পাচ্ছিল না আর্র্জেন্টিনা। ২০১৮ রাশিয়া বিশ^কাপে আর্জেন্টিনার ব্যর্থতার অন্যতম কারণ ছিল গোলরক্ষক পজিশনে দুর্বলতা। মার্তিনেজ আর্জেন্টাইনদের সেই দুর্ভাবনা ঘুচিয়েছেন। আস্থার প্রতীক হয়ে আর্জেন্টিনার গোলপোস্ট আগলাচ্ছেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক। উরুগুয়ের বিপক্ষেও করেছেন নিজের সেরা পারফরমেন্স। ঠেকিয়েছেন একাধিক গোল। প্রিয় সতীর্থের পারফরমেন্সে উচ্ছ্বসিত মেসি। মার্তিনেজকে সময়ের সেরা গোলরক্ষকদের একজন মনে করেন মেসি। নিজেদের দলে এমন এজকন গোলরক্ষক আছের বলে স্বস্তি পাচ্ছেন মেসি। ছয়বারের বর্ষসেরা ফুটবলার বলেন, ‘যখন থেকে সে দলে এসেছে, তখন থেকেই সে সবসময় অসাধারণ পারফর্ম করছে। আমাদের এখন বিশ্বের অন্যতম সেরা একজন গোলরক্ষক আছে। আর এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে কোপা আমেরিকা থেকেই।’