ডিপাইয়ের রেকর্ডের ম্যাচে ডাচদের গোলোৎসব

বাংলাদেশের চেয়েও র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে জিব্রাল্টার। ইউরোপের ছোট্ট দেশটির ফিফা র‌্যাঙ্কিং ১৯৭। ফিফার নবীন এই সদস্য দেশটি সোমবার মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। প্রত্যাশিত জয়ই পেয়েছে ডাচরা। ঘরের মাঠে জিব্রাল্টারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে লুইস ভ্যান গালের দল। জোড়া গোলে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন বার্সেলোনা তারকা মেম্ফিস ডিপাই। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় জিব্রাল্টারকে ৭-০ ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে সবচেয়ে বেশি (৩৪) গোল হজম করেছে জিব্রাল্টার। আর সর্বোচ্চ দলীয় গোল নেদারল্যান্ডসের (২৯টি)। অথচ আগের ম্যাচে সহজ প্রতিপক্ষ লাটভিয়ার বিপক্ষে ডাচরা জয় পায় ১-০ গোলে। সোমবার রাতে জিব্রাল্টারের জালে নেদারল্যান্ডসের গোলোৎসবের শুরু নবম মিনিটে। ভার্জিল ভ্যান ডাইকের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধেই ২ গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই। তাতেই ভেঙেছেন ২১ বছর আগের রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে ডাচ ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি (১৪) গোল ডিপাইয়ের। ২০০০ সালে ১২ গোল করেছিলেন প্যাট্রিক ক্লুইভার্ট। বিরতির পর একটি করে গোল করেন ডামফ্রিস, ড্যানয়ুমা ও ডনইয়েল মালেন। ২০১৮ বিশ্বকাপে সুযোগ না পাওয়া নেদারল্যান্ডসের বিশ্বকাপে প্রত্যাবর্তন কেবল সময়ে ব্যাপার। ‘জি’ গ্রুপে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ডাচরা। শেষ ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেলেই সরাসরি কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করবে নেদারল্যান্ডস।