বুঝেশুনে দীঘি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি
নায়িকা হওয়ার পর একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এবার সম্প্রতি ‘ঝিনুক মালা’ খ্যাত নির্মাতা আব্দুস সামাদ খোকনের পরিচালনায় তিনি শুরু করেছেন সরকারি অনুদান পাওয়া ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমায় দীঘির নায়ক গাজী আবদুন নূর। রাজধানীর মিরপুর ডিওএইচএসে ছবিটির শুটিং চলছে। দীঘি জানান, উপন্যাসের চরিত্র হওয়ায় এবার পুরোপুরি নিজেকে ভেঙে উপস্থাপন করতে হয়েছে। প্রথমে সেটি কঠিন মনে হলেও এখন চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হচ্ছেন। এ ব্যাপারে দীঘি মানবজমিনকে বলেন, পরিচালক খোকন আংকেল এবং সবার সহযোগিতা আল্লাহর রহমতে সবকিছু ভালোই যাচ্ছে। সুন্দরভাবেই শুটিং করতে পারছি। চেষ্টা করছি চরিত্রের মধ্যে ডুবে থাকার। তবে শুটিংয়ের আগে খুব ভয় লাগছিল, যেহেতু এটা একটা উপন্যাসের চরিত্র। ঠিকমতো করতে পারি কিনা এটা নিয়েই ভয় ছিল। এদিকে, নায়িকা হিসেবে দীঘির দুটি সিনেমা মুক্তি পেয়েছে ইতিমধ্যে। একটি ‘তুমি আছো তুমি নেই’ আর অন্যটি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। তার অভিনীত আরেক সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণাধীন। এতে দীঘি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা রেনুর চরিত্রে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে দীঘি অভিনীত ওয়েব সিনেমা ‘শেষ চিঠি’। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। কয়েকটি নতুন সিনেমায় কাজের কথা চলছে তার। দীঘি বলেন, নতুন সিনেমায় বেশ বুঝেশুনে কাজ করতে চাই। কারণ আমাকে নিয়ে দর্শকদের একটি প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা নষ্ট করতে চাই না। ভুল করতে চাই না। বেছে বেছে কাজ করতে চাই। এমন কাজ করতে চাই যেটি দর্শক মনে রাখবেন অনেকটা সময়।