মুগ্ধতা ছড়াচ্ছেন শ্রাবণ্য

সঞ্চালক হিসেবে এরইমধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছেন শ্রাবণ্য তৌহিদা। বিভিন্ন বিষয় নিয়েই টিভি পর্দায় উপস্থাপনা করতে দেখা যায় তাকে। তবে তিনি সর্বাধিক সফলতা পেয়েছেন খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে। এবার ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টেলিভিশন শো’য়ের সঞ্চালনায়ও হাজির হলেন শ্রাবণ্য। গাজী টেলিভিশনের ‘ক্রিকেট এক্সট্রা’র এবারের আয়োজনে প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ শোতে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। এর বাইরে শ্রাবণ্য উপস্থাপনা করেছেন আইপিএল নিয়ে একটি শোও। বিষয়টি নিয়ে তিনি বলেন, খুবই ভালো লাগছে আবারো টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে উপস্থাপনা করছি। খেলার ৩০ মিনিট আগে প্রি-ম্যাচ শো এবং খেলা শেষে পোস্ট ম্যাচ শো করছি। খেলা চলাকালীন প্রতিদিনই এই শো হবে। এবারের আসরের এই অনুষ্ঠান দর্শক উপভোগ করবেন বলেই বিশ্বাস। এদিকে, শ্রাবণ্য উপস্থাপনার পাশাপাশি মাঝেমধ্যেই অভিনয় করেন। গত ঈদে বেশ কয়েকটি নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। নতুন নাটক প্রসঙ্গে শ্রাবণ্য বলেন, আসলে নিয়মিত নাটকে সময় দেয়া আমার জন্য কঠিন। তাই উৎসবভিত্তিক কাজগুলোই বেশি করা হয়। সামনেও হয়তো বিশেষ দিবসের নাটকে আমাকে দেখা যাবে।