বড়লেখায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে হামলা, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিনের ওপর হামলার চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে কর্মী-সমর্থক ও নির্বাচনের এজেন্টদের মাঠছাড়া করার চেষ্টা এবং হুমকি-ধমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার চান্দগ্রাম বাজারে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিন নৌকার চেয়ারম্যান প্রার্থী ময়নুল হকের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাল উদ্দিন বলেন, প্রতীক বরাদ্দের দিন আমার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল করার সময় আমার প্রতিদ্ব›দ্বী নৌকার প্রার্থী ময়নুল হকের নেতৃত্বে দা, লাঠিসোটা নিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। গত ২৩ তারিখ রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় কয়েকজন যুবক হকিস্ট্রিক দা দিয়ে আমার গাড়ির সামনে অবস্থান করে হামলার চেষ্টা করেছে।

নৌকার চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক এলাকার সহজ সরল এক ব্যক্তিকে বাদি করে আমার নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ও যাদের এজেন্ট করবো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা করিয়েছেন। একারণে আমি ও আমার কর্মী-সমর্থকরা স্বাভাবিকভাবে প্রচারণা করতে পারছি না। প্রায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি।

তিনি নিজের, পরিবারের ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা প্রদান এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা নিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কর্মকর্তা, র‌্যাব ও বিজিবির দৃষ্টি আকর্ষণ করেন।

এব্যাপারে আওয়ামী লীগ মনোনীত (নৌকার) চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক জানান, তিনি বা তার কোনো কর্মী সমর্থকের স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিনের নির্বাচনী প্রচরণায় বাধাবিঘ্ন, হামলার চেষ্টা কিংবা হুমকি-ধমকি দেওয়ার প্রশ্নই আসে না। বরং তার (আলালের) কর্মীরা আমার কর্মীদের ওপর হামলা করে আহত করেছে। নির্বাচন ঘনিয়ে আসায় পরাজয় নিশ্চিত জেনে তিনি আমার বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছেন।