ক্রমাগত দেবে যাচ্ছে সুনামগঞ্জের শয়তানখালী সেতু

সুনামগঞ্জের ধর্মপাশা-জয়শ্রী সড়কে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শয়তানখালী খাল সেতু। তবে ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে এই সেতুতে পারাপার হচ্ছে হাজারো মানুষ।

জানা যায়, ১৯৯৩-৯৪ অর্থবছরে এলজিইডি প্রায় ৮০ ফুট দীর্ঘ এ সেতু নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিন সেতুটি সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে গেছে সেতুটি। এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন সুনামগঞ্জ, জামালগঞ্জ, সাচনা, তাহিরপুর, সুখাইড় উত্তর, সুখাইড় দক্ষিণ, জয়শ্রীসহ দশধরী, দুধবহর, আতকাপাড়া, হলিদাকান্দা, বাহুটিয়াকান্দা, মহদিপুর, ঘুলুয়া, মেউহারি, কান্দাপাড়া, দেওলা গ্রামের মানুষ বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকেন।

এদিকে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটি পুনরায় নির্মাণ করা উচিত। নতুবা চরম মূল্য দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘সেতুটির ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।