শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। বুধবার দিবাগত রাত ৯টা ৪২ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। এ কারণে সেটি জরুরি অবতরণ করে। জানা গেছে, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়া ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। এ অবস্থায় পাইলট একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ডিং গিয়ার রিলিজ করার চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। ফলে পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পাইলট কন্ট্রোল টাওয়ারকে ল্যান্ডিং গিয়ারে সমস্যার কথা জানান। এরপরই বিমানবন্দরে জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তীতে জরুরি অবতরণের সময় মেইন গিয়ার রানওয়ের ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। এতে ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।তবে প্রথমবার অবতরণের চেষ্টা সফল হয়নি। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে বলেন, সমস্যা হয়েছিল। ৯টা ৪২ মিনিটে নিরাপদে ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।