পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের দিবসটিকে স্বরণীয় করে রাখতে করোনার বিধিনিষেধ মেনে সীমিত আকারে ১৬ ডিসেম্বর সকালে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে স্বরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিমসহ পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি  সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দসহ । এ সময় পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তাসলিম উদ্দিন বলেন পর্তুগালের রাজধানী লিসবনে আমাদের বাংলাদেশীদের অনেক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে তবে আমরা অনেকেই দিবসটিকে স্বরণীয় করে রাখতে কোন উদ্যেগ গ্রহন করিনি ,তবে পর্তুগালে সাংবাদিকদের সংগঠন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের এমন উদ্যেগ নিশ্চয় প্রসংসার দাবীদার । এ দিকে পর্তুগালের রাজধানী লিসবনের পাশাপাশি বন্দরনগরী পর্তুর প্রাণ কেন্দ্রে বাঙালিদের ইতিহাস ঐতিহ্যের প্রতীক শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনগুলো সহ পর্তুগিজ এবং প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপন করা হয় দিনটিকে।