সুনামগঞ্জে নির্বাচনি সহিংসতায় আহত ৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারাকোনা গ্রামে হিরন মিয়া (৫১) নামের এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জারাকোনা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় হবি মিয়া, রুবেল মিয়া, বাবু মিয়া, মাহাউদ্দিনসহ চার জন আহত হন।

স্থানীয়রা জানান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে মাহফুজুল মিয়া তালা ও বাবলু মিয়া মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন বাবলু মিয়া। ফলাফল ঘোষণার পর থেকে গ্রামের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে বাবলু মিয়ার সর্মথক এনায়েত, সবুজ, আজাদ সামরুলসহ আরও কয়েকজন হিরণ মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হিরণ মিয়াকে গুরুতর আহত করেন। আহত হিরণ মিয়াকে চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ধর্মপাশা থানার এস আই আরিফ রেজা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।