৯৭ রানেই অলআউট বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ যুব দল। গত আসরের শিরোপা জয়ী দলটি এবার শুরুতেই বড় ধাক্কা খেল।

রোববার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের বাসেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রাকিবুল হাসান।

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ যুব দল। ইনিংসের শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকেন টাইগার যুবারা।

স্কোর বোর্ডে ৮ রান জমা করতেই ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর দলীয় ২৬ ও ৩১ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেট হারায় গত আসরের শিরোপাজয়ী দলটি।

৫ উইকেটে ৫১ রান সংগ্রহের পর ফের ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। মাত্র এক রানের ব্যবধানেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ আল মামুন, মেহরাব ও রকিবুল হাসান।

৫১ রানে ৯ উইকেট পতনের পর বাংলাদেশের অলআউট হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন রিপন মণ্ডল। নাইমুর রহমানকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে তারা যোগ করেন ৪৬ রান। তাদের কারণেই ৯৭ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ৩৫.২ওভারে ৯৭/১০ রান (রিপন মণ্ডল/ ৩৩*, মেহরাব হোসেন ১৪, আইচ মোল্লা ১৩; নাইমুর রহমান ১১, জসুয়া বইডেন ৪/১৬)।