স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার করোনা আক্রান্ত

স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। তার নাম ফাতেমা জাহান শাকি, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে কর্মরত থাকাবস্থায় করোনায় আক্রান্ত হলেন।

বুধবার সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সন্ধ্যা থেকে উপজেলার বাদাঘাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের আবাসিক কোয়ার্টারে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন ওই উপসহকারী মেডিকেল অফিসার। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে একই দিন সন্ধ্যায় তার পজিটিভ রিপোর্ট আসে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান আরও জানান, উপসহকারী মেডিকেল অফিসার ফাতেমা জাহান শাকির সঙ্গে থাকা অন্য সহকর্মী— এমনকি পরিবারের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছেন কিনা সেটি নিশ্চিত হতে প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হবে।