বর্ষসেরা টেস্ট দলে নেই কোনো বাংলাদেশি, অধিনায়ক উইলিয়ামসন

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে বাংলাদেশের ক্রিকেটার থাকলেও জায়গা হলো না টেস্ট দলে। এই দলটির নেতৃত্বে আছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের আরেক সতীর্থ কাইল জেমিসনও রয়েছেন বর্ষসেরা টেস্ট একাদশে। তার সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন পাকিস্তানের দুই তারকা হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের আরেক তারকা ফাওয়াদ আলম আছেন মিডল অর্ডারে।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোনো ভারতীয়র জায়গা না হলেও টেস্টে তাদের যৌথ সর্বোচ্চ ক্রিকেটার আছেন। পাকিস্তানের মতোই ভারতের তিনজন আছেন একাদশে- রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও ঋষভ পান্ত। উইকেটকিপিংয়ের দায়িত্বে পান্ত।

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট জায়গা করে নিয়েছেন বর্ষসেরা দলে। এছাড়া শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে ও মার্নাস লাবুশেন টপ অর্ডারে।

বর্ষসেরা টেস্ট দল: দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা, মার্নাস লাবুশেন, জো রুট, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফাওয়াদ আলম, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কাইল জেমিসন, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।