প্রাথমিকে বুধবার থেকে প্রতিদিন ক্লাস

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চালু হচ্ছে বুধবার (২ মার্চ)। প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠদান এখনই শুরু হচ্ছে না।

করোনার নতুন ধরনের কারণে গত ২১ জানুয়ারি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সংক্রমণ কমে আসায় গত ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার শুরু হচ্ছে প্রাথমিকে পাঠদান।

মন্ত্রণালয় জানায়, বুধবার থেকে সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।