পাকিস্তানের রাজনীতি নিয়ে চটেছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের লন্ডনের বাসার সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন পিএমএল-এনের এক নেতা। এতে ক্ষুব্ধ হয়ে জেমিমা বলেছেন, এ যেন সেই পুরোনো পাকিস্তান, তিনি যেন সেই নব্বই দশকের পরিস্থিতির মুখে পড়ছেন। খবর দ্য ডনের।

ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানে অনুসারীদের প্রতি বিক্ষোভের আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান। তাকে হটিয়ে ক্ষমতায় আসা দল পিএমএল-এনের নেতাদের বাড়ির সামনে বিক্ষোভ করারও নির্দেশ দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়ায় পিএমএল-এন আবেদ শের আলী বৃহস্পতিবার এক টুইটে লন্ডনে জেমিমার বাসার সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। টুইটে জেমিমার বাসার পুরো ঠিকানা তুলে দিয়ে ইমরানের বিরুদ্ধে বিষোদ্‌গারও করেছেন তিনি।

জবাবে আজ শুক্রবার এক টুইটে জেমিমা বলেছেন, ‘আমার বাড়ির সামনে বিক্ষোভ, আমার সন্তানদের টার্গেট করা, সামাজিক মাধ্যমে ইহুদিবিদ্বেষ...মনে হচ্ছে আমি যেন নব্বই দশকের লাহোরে ফিরে গেছি। এখানে তফাত হচ্ছে, পাকিস্তানের রাজনীতি নিয়ে আমার করার কিছুই নেই। আমার সন্তানদেরও কিছু করার নেই। তারা নিজেদের নিয়েই থাকে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় নয়।’

১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। ১৯৯৫ সালে এই পাকিস্তানিকে বিয়ে করেন যুক্তরাজ্যের নাগরিক জেমিমা গোল্ডস্মিথ। তার বাবা-মা ছিলেন ইহুদি। ২০০৪ সালে ইমরান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় জেমিমার।