ইতালির যে শহরে অনুষ্ঠিত হবে ঈদের জামাত

ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহরটির মেয়র খোলা ময়দানে ঈদ জামাতের অনুমোদন দিয়েছেন।

তুরিন শহরে ৫০ হাজার মুসলিমের বসবাস। সর্বশেষ ২০১৯ সালে শহরটির ডোরা পার্কে অনুষ্ঠিত ঈদের নামাজে ৩ হাজার মুসল্লি সমাবেত হয়েছিলেন। খবর আরব নিউজের।

পরের দুই বছর এখানে করোনার কারণে ঈদের নামাজসহ সব ধরনের অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

এ বছর রোববার অথবা সোমবার সিটি পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। শহর আর্চবিশপ নোসিগলিয়া এক বার্তায় মুসলিম সম্প্রদায়কে ঈদেরর শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় তিনি বলেন, তুরিন শহরের আমার মুসলিম বন্ধুরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র রমজান মাসজুড়ে রোজা রাখেন। তাদের উদার ভাবাদর্শের জন্য শহরবাসী তাদের কাছে কৃতজ্ঞ।