বিক্ষোভকারীদের উপর হামলায় শ্রীলঙ্কান তারকা ক্রিকেটারদের নিন্দা

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের কারণে মাসখানেক ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর সোমবার (৯ মে) প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসা পদত্যাগ করার পর শ্রীলঙ্কায় অস্থিরতা আরো বেড়ে গেছে।

বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের মধ্যে চলছে ভয়াবহ সহিংসতা। ক্ষমতাসীন দলের একজন এমপিসহ পাঁচজন নিহত হয়েছেন। এই অস্থিরতা নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারা।

কুমারা সাঙ্গাকারা টুইট করেছেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা তাদের মৌলিক চাহিদা ও অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সরকারের মদদপুষ্ট গুন্ডারা তাদের ওপর হামলা চালায়। জঘন্য।’

সাবেক অধিনায়ক ও বর্তমান রাজস্থান রয়্যালসের কোচ আরো যোগ করেছেন, ‘এটা রাষ্ট্রসমর্থিত সহিংসতা। ইচ্ছাকৃত এবং পরিকল্পিত।’

নারী বিক্ষোভকারীর ওপর হামলার ভিডিও দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ও লঙ্কান ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবর্ধনের টুইট, ‘পুলিশ কর্মকর্তাদের সামনে এভাবেই একজন নারী বিক্ষোভকারীর ওপর হামলা করল তারা। সহিংসতার জন্য শ্রীলঙ্কার সরকারকে ধিক্কার জানাই।’

লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও সরব। শ্রীলঙ্কার বর্তমান অলরাউন্ডার লিখেছেন, ‘কাপুরুষোচিত ও বর্বর! নিরীহ ও শান্তিপূর্ণ শ্রীলঙ্কান বিক্ষোভকারীদের ওপর আজকের হামলার সারাংশ এই দুটি শব্দে করা যায়। আমাদের দেশে এমন নেতৃত্ব, ভাবতেও হতাশ লাগে। এই কারণে ঐক্যবদ্ধ সবার সঙ্গে আমার হৃদয় সবসময় আছে।’

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশে অবস্থান করা উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকবেলা বলেছেন, ‘শান্তিপূর্ণ ও নিরীহ বিক্ষোভকারীদের ওপর সুসংগঠিত এই হামলায় আমি চরম হতাশ।’

এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সামনের মাসে একটি লম্বা সফরে শ্রীলঙ্কায় যাবে তারা।