নির্বাচনের ঘোষণার জন্য সরকারকে ৬ দিন সময় দিলেন ইমরান

পাকিস্তানে নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ৬ দিন সময় দিলেন পিটিআই প্রধান ইমরান খান। বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের নবম এভিনিউতে আন্দোলনকারীদের সামনে এই ঘোষণা দেন তিনি। ইমরান বলেন, সরকারকে পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে এবং নির্বাচনের ঘোষণা দিতে হবে। নইলে তিনি সকল পাকিস্তানিকে নিয়ে আবারও রাজধানীতে আসবেন। এ খবর দিয়েছে ডন।

ইমরান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না সরকার পার্লামেন্ট বাতিল করে নির্বাচন ঘোষণা না করে আমি এখানেই বসে থাকবো। গত ২৪ ঘন্টায় আমি দেখেছি, এই সরকার পুরো জাতিকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, পাকিস্তান সরকার দেশের মানুষ এবং পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তাই তিনি যদি ইসলামাবাদে তার সমর্থকদের নিয়ে অবস্থান করেন তাহলে সরকার খুশি হবে। কারণ এতে পুলিশ, সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে সংঘাত বাড়বে। এরপরই তিনি সরকারকে ৬ দিন সময় দেন।