জুড়ীতে মদ খেয়ে মাতলামি, যুবলীগ নেতা কারাগারে

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে। এ সময় পুলিশের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে এ নেতার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এ নেতা গতকাল রাত সাড়ে ১০টায় উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি করতে থাকে। পরে সাধারণ মানুষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় পুলিশ থাকে শান্ত করতে চাইলে সে পুলিশের সঙ্গে অশোভন আচরণ করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব। এ রকম কেউ করে থাকলে অবশ্যই এটা নিন্দনীয় কাজ।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, মদ খেয়ে মাতলামি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি অভিযুক্ত এ নেতার বিরুদ্ধে মাদক আইনে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।