সিলেটে মসজিদের ভূমি নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা

সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে মসজিদের ভূমি নিয়ে দুপক্ষে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আসামি করে মামলা হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় ময়না মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় মসজিদ কমিটি ও পঞ্চায়েত পক্ষের লোকজনকে আসামি করা হয়েছে।

জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার জুমার নামাজের পর কুমারগাঁওয়ে মসজিদের ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

মসজিদের এ ভূমি নিয়ে প্রায় এক বছর ধরে স্থানীয় ময়না মিয়ার লোকজনের সঙ্গে মসজিদ কমিটির বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জুমার নামাজের পর পঞ্চায়েতের এক মুরব্বিকে একপক্ষের লোকজন গালাগাল করেন।

এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মসজিদ কমিটি ও স্থানীয় ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।